মানিকগঞ্জে ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

ফসলি জমি বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানান ইউএনও।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2023, 12:13 PM
Updated : 7 May 2023, 12:13 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ভেকু দিয়ে কৃষি জমির মাটি উত্তোলন করে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বলড়া ইউনিয়নের কোকরহাটি এলাকায় অভিযান চালায়।

দণ্ডিত ভেকু চালক সিয়াম ইবনে সাঈদ ঢাকার দোহার উপজেলার জয়পাড়ার আবু সাঈদ মঞ্জুর ছেলে।

রোববার সকালে ইউএনও শাহরিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার মধ্যরাতে কোকরহাটি এলাকায় অভিযানে যাই। এ সময় ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটায় চালক সিয়াম ইবনে সাঈদকে এক লাখ টাকা জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ফসলি জমি বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়ে বলে জানান উপজেলার এই কর্মকর্তা।