“আদালত যে কারণে আমাকে ডেকেছিলো, তার জবাব দিয়েছি। এ থেকে প্রমাণিত হচ্ছে জবাবদিহিতার বাইরে কেউ নন।”
বরিশালের গৌরনদীতে সাঁতরে খাল পার হতে গিয়ে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বার্থী ইউনিয়নের কমলাপুর আমানগঞ্জ খালে এ দুর্ঘটনা ঘটে গৌরনদী ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন জানিয়েছেন।
নিখোঁজ রিমন হাওলাদার (১৪) উপজেলার কমলাপুর গ্রামের আনিস হাওলাদারের ছেলে; বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
টিম লিডার শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাঁতার কেটে খালের এক তীর থেকে অপর তীরের উদ্দেশে রওনা দেয় রিমন; কিন্তু মাঝপথে গিয়ে ডুবে যায়।
রাত ৮টা পর্যন্ত খালে তল্লাশি চালিয়ে রিমনের সন্ধান পাওয়া যায়নি বলে শাহাদাত জানান।