Published : 05 May 2025, 03:26 PM
মাদারীপুরের শিবচর পৌর এলাকার একটি ফ্ল্যাট থেকে কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গুয়াতলা এলাকার একটি ভবনের চতুর্থ তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে শিবচর থানার ওসি রতন শেখ জানান।
নিহত প্রিন্স মাদবর (৪৫) পৌরসভার চরশ্যামাইল গ্রামের হাজী চাঁন মিয়া মাদবরের ছেলে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থেকে শিবচর পৌর বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
পুলিশ জানায়, প্রিন্স আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তারা ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ নামিয়ে পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রিন্সের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।