জনবল নিয়োগে দুর্নীতির বিষয়টি দুদক অনুসন্ধান করছে এবং এর প্রাথমিক সত্যতাও মিলেছে বলে জানান পিপি।
Published : 25 Jun 2023, 05:04 PM
জনবল নিয়োগে দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়ায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রেজিস্ট্রারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
রোববার দুপুরে সিলেট মহানগর জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ এ কিউ এম নাছির উদ্দিন এ নিষেধাজ্ঞা দেন বলে জানান আদালতের পিপি আলী মরতুজা।
যাদের নামে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী ও সাবেক রেজিস্ট্রার নঈমুল হক চৌধুরী।
পিপি জানান, আদালতের আদেশে অভিযুক্তদের আগামী ৬০ দিন দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জনবল নিয়োগে দুর্নীতির বিষয়টি এখন দুদক অনুসন্ধান করছে এবং অভিযোগটির বিষয়ে প্রাথমিক সত্যতাও মিলেছে বলে জানান পিপি।
দুদকের একটি সূত্র জানিয়েছে, অভিযুক্ত দুইজন বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তারা এ মুহূর্তে দেশত্যাগ করলে অসুন্ধান কাজে ব্যাঘাত ঘটতে পারে।
পিপি বলেন, মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি বিবি মামলা ৬৮১/২৩ দায়েরক্রমে দুদকের সহকারী পরিচালক ও মামলারর তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই মাসের জন্য সাবেক এ দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।