কুমিল্লায় ফেন্সিডিলসহ যুবলীগ নেতা গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

যুবলীগ জানিয়েছে, বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে; শিগগিরই তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2023, 06:53 PM
Updated : 20 March 2023, 06:53 PM

কুমিল্লায় এক যুবলীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার হয়েছেন, যারা প্রাইভেটকারে করে ‘ফেন্সিডিল পাচার’ করছিলেন বলছে পুলিশ।

সোমবার বিকালে আদর্শ সদর উপজেলার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের জালুয়াপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ।

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইমতিয়াজ হাবিব সিনহা এবং তার সহযোগী মাজেদুল হক। 

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবদুস ছোবহান খন্দকার সেলিম বলেন, “কোনো মাদক কারবারির ঠাঁই যুবলীগে হতে পারে না। বিষয়টি কেন্দ্রীয় যুবলীগকে জানানো হয়েছে; শিগগিরই তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি।”

ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ছত্রখীল পুলিশ ফাঁড়ির একটি টহল টিম জালুয়াপাড়ায় অভিযানের সময় একটি সাদা প্রাইভেটকারে তল্লাশি চালায়। 

“এ সময় গাড়ির ভেতর থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় রাখা ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে গাড়িসহ ফেন্সিডিল জব্দ করে থানায় নেওয়া হয়।” 

এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া কথা জানিয়ে ওসি বলেন, মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।