নাটোরে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মিষ্টি তৈরি, ৭ ব্যবসায়ীকে অর্থদণ্ড

“দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মিষ্টি জাতীয় পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং মোড়কের যথাযথ ব্যবহার না করার প্রমাণ পাওয়া গেছে।”

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2023, 04:04 PM
Updated : 25 March 2023, 04:04 PM

নাটোর সদর উপজেলায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মিষ্টি উৎপাদনসহ বিভিন্ন অভিযোগে সাত ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।

তিনি জানান, উত্তর চৌকিরপাড়ের শিলা মিষ্টিবাড়িকে ৪০ হাজার, মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার, নীচা বাজারের নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার, স্টেশন বাজারের ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার, মডার্ন মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার, লাল বাজারের জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারকে ১৫ হাজার এবং জয়কালীবাড়ি কাঁচাগোল্লা ও মিষ্টির দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

“দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং মোড়কের যথাযথ ব্যবহার না করার প্রমাণ পাওয়া গেছে।”

মেহেদী হাসান তানভীর বলেন, জরিমানার দুই লাখ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করে র‍্যাবের একটি দল।