Published : 07 Jun 2023, 09:15 PM
তীব্র গরমে নরসিংদীর রায়পুরায় একটি স্কুলের অন্তত ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার উপজেলার বাহেরচরে শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম।
বিকাল সাড়ে ৩টার দিকে স্কুলটির অষ্টম, নবম ও দশম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
স্কুলটির সহকারী শিক্ষক খন্দকার শাহাদাত হোসেন বলেন, “পরীক্ষা চলাকালে হঠাৎ শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের মাথায় পানি ঢেলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে চিকিৎসা শেষে তাদের বাড়ি নিয়ে যায়।”
প্রধান শিক্ষক জানান, মূলত প্রচণ্ড গরমের কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল। দ্রুত তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন সরকার বলেন, “প্রচণ্ড দাবদাহে শিক্ষার্থীরা ক্লাসরুমে অবস্থান করার কারণে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে অনেকে সকালে নাস্তাও করে আসেনি। তাই তীব্র গরমে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।”