মাটিবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, বলছে পুলিশ।
Published : 04 Apr 2025, 02:07 PM
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাটি বহনকারী একটি ট্রাকের চাপায় এক আনসার কমান্ডার নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে দেলদুয়ার থানার ওসি শোয়েব আহমেদ জানান।
নিহত ৪৭ বছর বয়সী শফিউল্লাহ মিয়া দেলদুয়ারের মৌলভীপাড়া গ্রামের হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে।
শফিউল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “আনসার সদস্য শফিউল্লাহ ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। ভোরে সে নামাজ পড়ে হাঁটতে বের হন। এক পর্যায়ে হাসপাতালের সামনে আসলে মাটিবোঝাই একটি ডাম্প ট্রাক তাকে চাপা দিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শফিউল্লাহর মৃত্যু হয়।”
ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন,
নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।