তাদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
Published : 11 Dec 2024, 09:43 PM
ভালো কাজের প্রলোভনে যশোরের শার্শার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় দুই নারীকে আটকের খবর জানিয়েছে বিজিবি।
বুধবার সকালে শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান।
আটকরা হলেন- নেত্রকোণা সদরের হলইদাটি গ্রামের রুবি বেগম (২৬) ও চাঁদপুরের মতলব থানার দুর্গাপুর গ্রামের সাথী দাস (২৫)।
মিজানুর বলেন, “ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দালালরা ওই দুই নারীকে ভারতে পাচার করছিল। পথে রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা তাদের ফেলে পালিয়ে যায়।”
অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দিয়ে আটক দুজনকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।