ভুলে ব্যাগ ফেলে রিকশা থেকে নেমে যান সজল কুমার।
Published : 21 Apr 2025, 07:28 PM
বরিশালে ভুল করে রিকশায় ফেলে যাওয়া এক ব্যক্তির টাকা ও রুপার গহনা উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে রিকশা চালকের ভাড়া বাসা থেকে টাকা ও গহনা ভরতি ব্যাগটি উদ্ধার করে মালিক সজল কুমার মিস্ত্রির হাতে তুলে দেওয়া হয় বলে এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার জানান।
বরিশাল সদর উপজেলার রাজারচর গ্রামের বাসিন্দা সজল কুমার মিস্ত্রির অভিযোগের বরাতে ওসি জাকির বলেন, বৃহস্পতিবার নগরীর নাজিরের পোল থেকে রিকশায় চড়ে নথুল্লাবাদ যান সজল। সেখানে তিনি ভুলে রিকশায় ব্যাগ ফেলে বাসে উঠে যান। পরে এসে রিকশার চালককে আর খুঁজে না পেয়ে থানায় জানান।
থানার এসআই রিয়াজুল ইসলাম অভিযোগের তদন্ত শুরু করেন।
পরে প্রযুক্তির ব্যবহার ও সোর্সের মাধ্যমে ওই রিকশা চালকের পরিচয় শনাক্ত করেন।
নগরীর রোকেয়া আজিম সড়কে রিপন ভূঁইয়া নামে রিকশা চালকের অবস্থান নিশ্চিত করা হয়।
রোববার রাতে ওই সড়কে রিকশা চালকের ভাড়া বাসা থেকে ব্যাগটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সজল কুমারের ব্যাগে থাকা নগদ এক লাখ ৭৪ হাজার টাকা ও প্রায় এক কেজি ওজনের রুপার নূপুর, একটি স্মার্ট মোবাইল ফোন ও এক গুচ্ছ চাবি উদ্ধার করা হয়েছে।
ওসি জাকির বলেন, রিকশা চালক রিপন ভূঁইয়া জানিয়েছেন, যাত্রীকে না পেয়ে ব্যাগটি তিনি নিজের হেফাজতে রেখেছেন। তাই তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।
পরে উদ্ধার টাকা ও নূপুরসহ ব্যাগটি সজল কুমার মিস্ত্রিকে ফেরত দেওয়া হয়।