প্রাইভেট কারে তিন রোহিঙ্গা, পেটে ৪ হাজার ইয়াবা

ইয়াবা পাচারে পুলিশ যেন সন্দেহ না করে এজন্য দুই নারীর সঙ্গে দুটি শিশুসন্তানও ছিল।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 05:21 PM
Updated : 9 Nov 2023, 05:21 PM

ফেনীতে বিশেষ কায়দায় পেটে ইয়াবা বহনের অভিযোগে তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কক্সবাজারের টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প এলএমএস ২৪, ব্লক-বি) দ্বীন মোহাম্মদ সাগর (১৯), সঞ্চিতা বেগম (২৫) ও খালেদা বেগম (২৭)।

ফেনী মডেল থানার এসআই মোতাহার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে একটি প্রাইভেট কার আটক করা হয়।

গাড়িতে থাকা তিন রোহিঙ্গার কথাবার্তায় অসংলগ্ন মনে হয়। সঙ্গে ইয়াবা থাকার কথা জিজ্ঞেস করা হলে তারা অস্বীকার করেন। পরে তাদেরকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এক্স-রে করা হয়।

এক্স-রে রিপোর্টে তাদের পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। ইয়াবা পাচারে পুলিশ যেন তাদের সন্দেহ না করে এজন্য দুই নারীর সঙ্গে দুটি শিশুসন্তানও ছিল।

গ্রেপ্তারদের বরাতে এসআই জানান, “তারা সিন্থেটিকে মোড়ানো চার হাজার ইয়াবা কলার মাধ্যমে সেবন করেছিলেন।”

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। গ্রেপ্তার তিন রোহিঙ্গার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।