পুলিশ জানায়, দুইজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
Published : 03 Apr 2024, 05:33 PM
নীলফামারীর সদর উপজেলায় চোরাই বৈদ্যুতিক ট্রান্সফরমারবাহী ট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলেছে পুলিশ।
বুধবার ভোরে নীলফামারী-সৈয়দপুর সড়কের সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়ে বলে সদর থানার ওসি মো. তানভীরুল ইসলাম জানান।
গ্রেপ্তাররা হলেন- দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী রামনগর এলাকার ফরিদুল ইসলাম (৩৩) এবং খানসামা উপজেলার দাসপাড়া এলাকার চঞ্চল দাস (৩০)।
ওসি বলেন, মধ্যরাতে ডোমার উপজেলার পাঙ্গা চৌপথী এলাকা থেকে একদল চোর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) দুটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করে একটি ট্রাক যোগে সদর উপজেলার দিকে আসছে।
“জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে এমন খবর পেয়ে সদরের বিভিন্ন স্থানে চেক পোস্ট বসানো হয়। এ সময় ট্রাকটি দ্রুতগতিতে শহরের গাছাবাড়ি এলাকার চেক পোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে দারোয়ানী টেক্সটাইল মোড় এলাকায় ট্রাকটিকে জব্দ করে।”
তিনি বলেন, “ওই ট্রাকে থাকা চোর চক্রের পাঁচ থেকে ছয়জন সদস্য পালিয়ে গেলেও দুইজন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।”
তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।