কেন্দ্রের দায়িত্বে থাকা এসআই শাহিন কবির বলেন, “দুপুর ২টা থেকে কেন্দ্রের অবস্থা স্বাভাবিক রয়েছে।”
Published : 08 May 2024, 03:36 PM
সিলেট সদর উপজেলার একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগের পর ভোটাররা ভোট দিচ্ছেন না।
টুকেরবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দলদলি চা বাগান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর দেড়টা থেকে ভোটগ্রহণ বন্ধ আছে বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার জানান।
তিনি সাংবাদিকদের বলেন, “ওখানে কিছু সমস্যা হয়েছে। আমরা সমাধান করার চেষ্টা করছি।”
এই কেন্দ্রের ভোটার ডেনি নায়েক বলেন, “এই কেন্দ্রে যেসব ভোট পড়ছে, এগুলো জ্বালানোর পর আমরা নতুন করে ভোট দেব। কারণ হলে ভোট পড়ছে ২০০ হবে। আর জাল ভোট পড়ছে ৪০০। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি, বর্তমানে ভোট বন্ধ রয়েছে।”
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পলাশ কুমার দত্ত বলেন, “স্যাররা আসতেছেন, উনারা আসার পর বলবেন। এর বেশি আমি কিছু বলতে পারব না। এই কেন্দ্রের মোট ভোটার ১ হাজার ১৮৪ জন। দুপুর ১২টা পর্যন্ত ৩৮০টি ভোট পড়েছিল।”
কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের এসআই শাহিন কবির বলেন, “দুপুর ২টা থেকে কেন্দ্রের অবস্থা স্বাভাবিক রয়েছে। পুলিশ সর্তক অবস্থানে আছে।”
এসব বিষয়ে সিলেট সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বিকাল সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের বলেন, “এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাসহ দুজনকে প্রত্যাহার করা হয়েছে। আমরা কেন্দ্রে এসে শুনেছি, এখানে কিছু জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এজন্য দুটি ব্যালট পেপার বাতিল করা হয়েছে। এখন এই কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।"
তবে ওই কেন্দ্রে ভোটারের উপস্থিতি দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
পরে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে নতুন করে নূর মোহাম্মদ মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়।
বিকাল ৪টার দিকে নতুন প্রিজাইডিং কর্মকর্তা নূর মোহাম্মদ মোস্তাফা বলেন, “৩৮০টি ভোটের পর আর কোনো ভোট পড়েনি।"