তিন বন্ধু মিলে জাফলংয়ে বেড়াতে যায়।
Published : 12 Oct 2024, 06:24 PM
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল।
নিহত জাওয়াত আহমেদ (২৫) ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন নাহার গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “জাওয়াতসহ তিন বন্ধু জাফলংয়ে বেড়াতে আসেন। তারা দুপুরে জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীতে গোসলে নামেন।
“কিন্তু সাঁতার না জানায় স্রোতের টানে তলিয়ে যান জাওয়াত। তখন সঙ্গে থাকা দুইজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ষোষণা করেন।”
ওসি সরকার তোফায়েল বলেন, “নিহত পর্যটকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।”