গত কয়েক বছর ধরেই ডাবের উচ্চমূল্য ক্রেতাদের অবাক করছে। রাজধানীতে বিভিন্ন হাসপাতালের পাশে একেকটি ডাবের দাম হাঁকা হয় দেড়শ থেকে দুইশ টাকা।
Published : 26 Aug 2023, 06:11 PM
ডেঙ্গু জ্বরের ভয়াবহ বিস্তারের সময়ে ডাবের উচ্চমূল্যের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে খুচরা বিক্রেতাদের মাত্রাতিরিক্ত মুনাফা করার চিত্র উঠে এল।
কেনা দামের দ্বিগুণ দরে বিক্রির প্রমাণ পেয়ে চাঁদপুরে চাঁদপুরে তিন ডাব বিক্রেতাকে দুই হাজার পাঁচশ টাকা জরিমানাও করা হয়েছে।
শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল এই অভিযান চালান।
গত কয়েক বছর ধরেই ডাবের উচ্চমূল্য ক্রেতাদের অবাক করছে। রাজধানীতে বিভিন্ন হাসপাতালের পাশে একেকটি ডাবের দাম হাঁকা হয় দেড়শ থেকে দুইশ টাকা।
ডেঙ্গু রোগীদেরকে ডাবের পানি পান করানোর প্রবণতা আছে। অভিযোগ আছে, বিক্রেতারা এই বিষয়টি জেনে একজোট হয়ে দাম বাড়িয়ে দিয়েছেন।
চাঁদপুরে ভোক্তা অধিকারের কর্মকর্তারা অভিযানে যান ক্রেতা সেজে। তারা শহরের বাস স্টান্ড, কালীবাড়ি, ছায়াবানীর মোড় এবং সদর হাসপাতালের সামনে গিয়ে দাম যাচাই করেন। দেখা যায়, হাসপাতালের সামনে বিক্রেতারা বেশি দাম চাইছেন।
অভিযান চলাকালে আকার ও এলাকাভেদে ডাবের দাম হাঁকা হয় ১২০ থেকে ১৫০ টাকা।
পরে কর্মকর্তাদের পরিচয় প্রকাশের পর বিক্রেতারা স্বীকার করেন তারা পাইকারিতে ডাব কিনেছেন ৭০ থেকে ৮০ টাকা করে।
একেকটি ডাবে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত মুনাফা করার বিষয়ে জানতে চাইলে বিক্রেতারা উচ্চ চাহিদার কথা বলেন।
অভিযানে সহযোগিতা করে চাঁদপুর সদর মডেল থানার একটি দল।
ভোক্তার অধিকার রক্ষায় এবং জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তদরের কর্মকর্তারা।