এ ঘটনায় রাধাপদ সরকারের ছেলে জুগল রায় নাগেশ্বরী থানায় মামলা করেছেন
Published : 22 Feb 2024, 09:01 AM
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লীর এক স্বভাব কবি হামলার শিকার হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে রাধাপদ সরকারের (৮০) নামে ওই কবির উপর হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রাধাপদ সরকারের ছেলে জুগল রায় নাগেশ্বরী থানায় মামলা করেছেন বলে থানার ওসি আশিকুর রহমান জানিয়েছেন।
তবে শনিবার রাতের এই ঘটনার ২৪ ঘণ্টা গড়ালেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ওসি বলেছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়নের গোদ্ধারের পাড় গ্রামের বাসিন্দা রাধাপদ সরকার। এলাকাতেই তিনি আক্রান্ত হন। জুগল রায় বলেন, “পরিকল্পিতভাবে আমার বাবার উপর হামলা চালায় রফিকুল ইসলাম ও কদুর আলী।”
যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাধাপদ সরকার বেশিদূর পড়ালেখা করতে পারেননি। নিজের লেখা গান, কবিতা মানুষকে শুনিয়ে সামান্য উপার্জনে চলে তার সংসার।
তার লেখা আঞ্চলিক ভাষায় শতাধিক গান ও কবিতা রয়েছে। ‘কেয়ামতের আলামত জানি কিন্তু মানি না’ শিরোনামের কবিতাটি ফেইসবুকে ভাইরাল হয়েছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]