এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।
Published : 30 Nov 2023, 08:32 AM
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরে এক বৃদ্ধাসহ তিন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।
মঙ্গলবার দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য জানান।
মৃতরা হলেন- নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের মোসলেম শেখের স্ত্রী মরিয়ম বেগম (৩৫), একই উপজেলার চানহাট গ্রামের বাসিন্দা রোকসানা বেগম (২৫) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংশুলিয়া গ্রামের বাসিন্দা আবেজান বেগম (৭০)।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার বিকালে মরিয়ম ও শনিবার বিকালে আবেজান হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর তাদের মৃতু্য হয়।
ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আসম জাহাঙ্গীর চৌধুরী টিটু বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোকসানা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তিনি মারা যান।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ২২৫ রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত জেলায় সাত হাজার ১৬২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে; এ ছাড়া সুস্থ হয়েছেন ছয় হাজার ৫১৩ জন রোগী বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]