বরিশালে খালে ডুবে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

রিমান খালের অপর পারে পানের বরজে তার দাদার সঙ্গে কাজ করত।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2022, 11:12 AM
Updated : 4 Oct 2022, 11:12 AM

বরিশালের গৌরনদী উপজেলায় খালের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের কমলাপুর আমানগঞ্জ খাল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী হুমায়ুন কবির জানিয়েছেন।

নিহত ১৪ বছরের রিমন হাওলাদার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তিনি কমলাপুর গ্রামের আনিস হাওলাদারের ছেলে। সোমবার দুপুরে সাঁতরে খাল পার হবার সময় নিখোঁজ হয় রিমন।

উদ্ধার কাজ চালানো ডুবুরী হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিমান খালের অপর পারে পানের বরজে তার দাদার সঙ্গে কাজ করত। সোমবার শাবল ও দা নিয়ে সাঁতার কেটে খালের এক তীর থেকে অপর তীরের উদ্দেশে রওনা দেয় । কিন্তু মাঝপথে গিয়ে ডুবে যায় সে।

হুমায়ন কবির বলেন, “কিছুদিন পূর্বে ওই খাল খনন করা হয়েছে। খালের গভীরতা বেশি ছিল, তাই সোমবার তাকে খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে অন্তত দেড়শ গজ দূরে তার লাশ পাওয়া গেছে।”