জমির বিরোধের জেরে ২০১৫ সালে সাইদুলকে হত্যা করে আসামিরা।
Published : 28 May 2024, 02:54 PM
জয়পুরহাটের কালাই উপজেলায় কৃষক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম সব আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু নাছিম মো. শামীমুল ইমাম শামীম (এপিপি) জানান।
দণ্ডিতরা হলেন- ওই উপজেলার আওড়া কালিমোহর গ্রামের জয়নাল মণ্ডল (৬৭), মোজাম্মেল হক (৬৫), মোফাজ্জল হোসেন (৬৩), তার ছেলে মোস্তফা (৪২) ও মোফসের আলী (৩৫), মোজাম্মেলের ছেলে মাহফুজার (৪৮) ও মাসুদ (৪০), মামুনুর রশীদ (৪৫), সামসুদ্দিন (৪১) এবং বেলাল (৪০)।
যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা; অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৫ জুলাই বিকালে আওড়া গ্রামের কৃষক আব্দুস সামাদের পৈত্রিক দখলীয় সম্পত্তিতে আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মাটি কেটে তাদের অন্য জমি ভরাট করছিলেন।
তখন সামাদের দুই ছেলে সাইদুল ও শরীফুল তাদের বাঁধা দিলে আসামিরা তাদেরকে লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করেন।
তাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ১৪ জুলাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইদুলের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা সামাদ বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ১০জন আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।