পুলিশ জানায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে চাপা দেয়।
Published : 26 Nov 2023, 05:59 PM
ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক শিশুসহ দুইজন মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার সকাল ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কে উপজেলার লাঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে লালমোহন থানার পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন জানান।
নিহতরা হলেন- লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. ভুট্টো মিয়ার সাত বছর বয়সী ছেলে মো. হাসান এবং ওই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জব্বার হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক এনায়েত বলেন, ভোলা বাস মালিক সমিতির ডাইরেক্ট সিটিং সার্ভিস নামের একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন থেকে ভোলায় আসছিল।
“বাসটি ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসান ও জব্বারের মৃত্যু হয়।
পরিদর্শক আরও বলেন, এ সময় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে নান্টু নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর গাড়িটি রেখে চালক পালিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।