৫ অগাস্টের পর থেকে আওয়ামী লীগ নেতা হোসেন আলী ও তার মেয়ে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসনা হেনা আত্মগোপনে রয়েছেন।
Published : 14 Feb 2025, 03:53 PM
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, তার স্ত্রী ও মেয়ে এবং মেয়ের জামাই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন বলে জানান দুদকের উপ-পরিচালক আবু সাঈদ।
নিষেধাজ্ঞা পাওয়ারা হলেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, তার স্ত্রী বেগম গোলেনুর, মেয়ে সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা এবং মেয়ের জামাই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম (জাহাঙ্গীর)।
দুদক কর্মকর্তা আবু সাঈদ বলেন, আওয়ামী লীগ নেতা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এমতাবস্থায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। যে কারণে আদালতে নিষেধাজ্ঞা চেয়ে এ আবেদন করা হয়েছিল।
শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন এবং আদেশের কপি কার্যকরে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।
৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হোসেন আলী ও তার মেয়ে সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাসনা হেনা আত্মগোপনে রয়েছেন।
এর আগে ৪ অগাস্ট সিরাজগঞ্জ শহরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ চলাকালে বিএনপির তিনজন নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় করা একাধিক মামলায় আওয়ামী লীগ নেতা হাসানকে আসামি করা হয়েছে।