নিহতের মা মলিনা বেগম বলেন, “রাত ৮টার পরই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সকালে শুনি ওর লাশ পাওয়া গেছে।”
Published : 07 Feb 2025, 04:00 PM
মাদারীপুরের শিবচরে ভুট্টা ক্ষেত থেকে এক ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের পবন মোড়লের চরকান্দি গ্রামে সামাদ মৃধার ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শিবচর থানার ওসি মো. রতন শেখ।
নিহত মিজান কাজী (২০) উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের লাভলু কাজির ছেলে। তিনি শিবচর পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং গ্যারেজ থেকে ভাড়ায় নেওয়া ব্যাটারিচালিত ভ্যান চালাতেন।
স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মিজান। এরপর আর বাড়ি ফিরে আসেননি।
এর মধ্যে শুক্রবার সকালে মানিকপুরে একটি ইটের ভাটার পাশের ভুট্টা ক্ষেতে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মা মলিনা বেগম বলেন, “আমার ছেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরে যাত্রী নিয়া তার কাঁঠালবাড়ি যাওয়ার কথা ছিল।
“কিন্তু রাত ৮টার পরই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সকালে শুনি ওর লাশ পাওয়া গেছে। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ওসি রতন শেখ বলেন, নিহতের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত ২৮ জানুয়ারি শিবচর উপজেলার পাঁচ্চর সংলগ্ন রেললাইনের পাশ থেকে আরেক ভ্যানচালক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভ্যান ছিনতাইয়ের জন্যই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়।