বিএনপির ৩৫ নেতা-কর্মী এবং অজ্ঞাত পরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
Published : 09 Dec 2022, 01:27 PM
ময়মনসিংহের গভীর রাতে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।
ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান জানান।
টিপু সুলতান বলেন, বিএনপি নেতা-কর্মীরা মিছিল নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এসে হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চেয়ার ও অফিসের অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় রাতেই বিএনপির ৩৫ নেতা-কর্মীর নামে এবং অজ্ঞাত পরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।
ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বলেন, “বৃহস্পতিবার রাত ৯টার দিকে আওয়ামী লীগের কার্যালয় বন্ধ করে বাড়িতে চলে যাই। পরে গভীর রাতে এক কর্মীর ফোন পেয়ে কার্যালয়ে গিয়ে জানতে পারি, গুলি করে এবং বোমা ফাটিয়ে অফিসে হামলা করা হয়েছে।”
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বলেন, “আওয়ামী লীগের কার্যালয়ে বিএনপির হামলা; এটা সম্পূর্ণ কাল্পনিক অভিযোগ।”