রংপুর সিটি নির্বাচন: মাঠে স্বতন্ত্র জামায়াত, নেই বিএনপি

মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু বলেন, এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2022, 06:50 PM
Updated : 15 Nov 2022, 06:50 PM

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নিয়ে জামায়াতে ইসলামী থাকলেও মাঠে বিএনপি নেই।

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু হবে না অভিযোগ তুলে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়ে দিয়েছে।

রোববার সন্ধ্যায় মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামুর সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটা দলীয় সিদ্ধান্ত। নির্বাচনের দিন কর্মীরা ঘরে বসে থাকবেন। তারা ভোট দিতে যাবেন না। সরকার নীল নকশার নির্বাচনের পাঁয়তারা করছে।

“এই সরকারের অধীনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না। তাই বিএনপি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে না।”

বিএনপি নির্বাচন না করলেও তাদের অন্যতম শরীক জামায়াতে ইসলামীর মহানগরের সাবেক আমীর ও আঞ্চলিক নেতা মাহাবুবার রহমান বেলাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এবং তার সমর্থকরা প্রচারণাও চালাচ্ছেন।

মাহাবুবার রহমান বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন,  “আমি জামায়াতে ইসলামীর সাথে জড়িত থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আশা করি, সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হব। খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামব।”

নির্বাচিত হলে তিনি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী উপহার দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ২৭ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে এই সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে।