২০২২ সালে স্কুল বন্ধ থাকায় বাড়তি কিছু উপার্জনের আশায় বাবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সাব্বির।
Published : 29 May 2024, 04:17 PM
ফরিদপুরে ইজিবাইক ছিনতাই করে এক স্কুলছাত্রকে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ফরিদপুরের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সানোয়ার হোসেন জানান।
দণ্ডিতরা হলেন- সদর উপজেলার লোকমানখার ডাঙ্গি গ্রামের আছমত শেখ (১৮) এবং সাগর মোল্লা (২১)।
যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেকেই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের আলমগীর বিশ্বাস ঘোড়ার গাড়ি ও ব্যাটারি চালিত অটোরিকশার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ছেলে ওই ইউনিয়নের পদ্মার চর হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সাব্বির বিশ্বাস।
তার স্কুল বন্ধ থাকায় ২০২২ সালের ১ এপ্রিল সকালে বাড়তি কিছু উপার্জনের আশায় বাবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
এর পরের দিন তার লাশ উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের উত্তর ভাষানচর গ্রামের মাঠের পাওয়া যায়।
ওই দিনই সাব্বিরের বাবা আলমগীর বিশ্বাস কোতয়ালি থানায় অজ্ঞাতনামা আসামি করে ছিনতাই এবং হত্যা মামলা করেন। ঘটনার ২৪ দিন পরে ইজিবাইকসহ আছমত ও সাগরকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত শেষ আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করে বুধবার এ রায় দেয়।