“সাভারে সিটি সেন্টারের সামনে থেকে কয়েকজন বাসে ওঠেন। পরে লুট করে তারা সিএনবি এলাকায় নেমে যান।”
Published : 25 Mar 2025, 12:44 AM
সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের টাকাপয়সা ও মালামাল লুট করার অভিযোগ উঠেছে।
পুলিশ বলছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
বাসযাত্রী লিটন মিয়া সাংবাদিকদের বলেন, তিনি একজন ব্যবসায়ী। শুভযাত্রা বাসে গুলিস্তান থেকে মালামাল নিয়ে আশুলিয়ার বলিভদ্র এলাকায় যাচ্ছিলেন।
“সন্ধ্যায় সাভারে সিটি সেন্টারের সামনে থেকে কয়েক ব্যক্তি বাসে ওঠেন। পরে তারা বাসের যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও জিনিসপত্র লুট করে সিএনবি এলাকায় নেমে যায়।”
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, যাত্রীরা বাসটি জাহাঙ্গীরনগর ডেইরি গেটে থামিয়ে পুলিশে খবর দেন। যেহেতু ঘটনাটি সাভার থানায়, তাই বাসটি সেখানকার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, তাদের একটি দল ঘটনাস্থলে গেছে। তবে এখনও বিস্তারিত জানাতে পারেনি।