হাতিটি পালনের কোনো লাইসেন্স ছিল কি-না খতিয়ে দেখা হবে বল বনবিভাগ জানিয়েছে।
Published : 18 May 2023, 01:17 AM
ঢাকার উত্তরায় রেলপথে ট্রেনের ধাক্কায় মারা পড়া হাতিটি মধ্যরাতেও উদ্ধার হয়নি।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় হাতিটি মারা যায়। এরপর থেকে সেটি রেলপথের পাশে পড়ে থাকে।
রাত ১২টার দিকে হাতিটি উদ্ধারের কাজ চলছিল বলে সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. এনামুল হক জানান।
এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন চিকিৎসকসহ উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে হাতিটি উদ্ধারে কতক্ষণ সময় লাগতে পারে সে ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না।
বনবিভাগের ঢাকার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হবে। পরে ময়নাতদন্ত শেষে কাছাকাছি কোথাও হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে। হাতিটি পালনের কোনো লাইসেন্স ছিল কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।
তবে তাতির মালিক বা মাহুতের সন্ধান ও পরিচয় এখনও পাওয়া যায়নি বলে তিনি জানান।
এলাকাবাসীর বরাত দিয়ে বিমানবন্দর স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আকবর আলী জানান, বুধবার দুপুরে মাহুত রাজধানীর কোটবাড়ি এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের পাশ দিয়ে দুইটি হাতি নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিল।
“দুপুর পৌনো ২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি হাতি ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অন্য হাতিসহ মাহুত পালিয়ে যায়।”
মৃত এই হাতির শরীর জখম হয় এবং একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আরও পড়ুন: