রেল লাইনের পাশে দুটি হাতিকে বেঁধে রেখেছিলেন মাহুত; এর একটি দুর্ঘটনার শিকার হয়।
Published : 17 May 2023, 05:17 PM
ঢাকার উত্তরা এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উত্তরার আবদুল্লাহপুরের কোটবাড়ি রেলগেইট এলাকায় হাতিটিকে একটি ট্রেন ধাক্কা দেয় বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদশী। পরে প্রাণীটি মারা যায় বলে নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ।
স্থানীয় একটি জুতা কারখানার মালিক মাহাবুবুর রহমান এই ঘটনার প্রত্যক্ষদর্শী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুপুরে কারখানার কাজ শেষে বাসায় যাচ্ছিলাম। এ সময় ঢাকা থেকে একটি ট্রেন আসছিল। সে সময় রেল লাইনের পাশে দুটি হাতি রাখা ছিল। একটি হাতিকে ধাক্কা দেয় ট্রেনটি।”
তিনি বলেন, “আমি আসার সময় দেখে এসেছি হাতিটির পা ভেঙে গেছে। পরে কী হয়েছে জানি না।”
মাহবুবুর সেই ঘটনার ভিডিও ধারণ করেছেন। তার পাঠানো ক্লিপে দেখা যায়, থেমে থাকা ট্রেনের পাশে হাতিটি পড়ে আছে। এ সময় একজন তার মুখে পানি দেন।
অন্যরা বলছিলেন, “এইটা মারা গেছে।”
পড়ে থাকা হাতিটির পা রেল লাইনের পাশে ছিল। সেটি সরিয়ে দিতে বলছেন অন্যরা।
পড়ে থাকা হাতিটি গায়ে লোহার শেকল দেখা যাচ্ছিল।
সেখানে হাতি কী করছিল, এই প্রশ্নে মাহবুবুর রহমান জানান, তারা জানতে পেরেছেন, একজন মাহুত হাতি দুটিকে বিশ্রামের জন্য সেখানে রেখেছিলেন। এ বিষয়ে তার সঙ্গে কথা বলা যায়নি। তারা দেখেছেন অপর হাতিটি ভালো আছে।
ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস পরে নিশ্চিত করেন যে হাতিটি মারা গেছে। তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস সেই প্রাণীটিকে ধাক্কা দেয়। পরে প্রাণটিকে একটি ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হলে ট্রেনটি ওই এলাকা ছেড়ে যায়।
হাতি কেন রেললাইনের পাশে, এই প্রশ্নের জবাব দিতে পারেননি ফেরদৌসও। তিনি জানান, বিমানবন্দর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবরকে সেখানে পাঠানো হয়েছে।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, মরে যাওয়া হাতিটিকে একটি ক্রেনে করে উঠিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।
বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মো. আকবর আলী জানান, দুর্ঘটনার পর মাহুত অন্য হাতিটি নিয়ে পালিয়ে যায়। মৃত হাতিটি বনবিভাগের কর্মকর্তাদের কাছে হাস্তান্তর করা হবে।