গত বছরের ১৭ ডিসেম্বর রাতে সংঘর্ষে আহত হবার পর থেকে ১ মাস ১২ দিন ধরে এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
Published : 28 Jan 2025, 04:56 PM
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন থাকা একজনের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন শাহবাগ থানার এসআই আশরাফ আলী।
মারা যাওয়া মিজানুর রহমান (৪০) গত বছরের ১৭ ডিসেম্বর রাতে সংঘর্ষে আহত হবার পর থেকে ১ মাস ১২ দিন ধরে এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তাবলীগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, মিজানুর রহমানের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার মাষ্টারপাড়া গ্রামে। বীর মুক্তিযোদ্ধা ছবির উদ্দীন প্রামাণিকের ছেলে মিজানুর তাবলীগ জামাতের সাদপন্থীদের ফুলবাড়ি থানার জিম্মাদার সাথী ছিলেন।
নিহতের ভগ্নিপতি মোসাদ্দেকুল হক বলেন, “মিজানুর রহমান পেশায় স্টেশনারি ব্যাবসায়ী ছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা।”
এদিকে নিহতের এক সাথী মোহাম্মদ সোহেল বলেন, “সেদিন আমরা ইজতেমার মাঠে ছিলাম, সেখানে ঘুমন্ত অবস্থায় আমাদের উপর হামলা চালানো হয়েছে। সে সময়ে মিজানুর গুরুতর আহত হয়।"
নিহতের স্বজনদের বরাত দিয়ে সুরতহাল প্রতিবেদনে এসআই আশরাফ আলী উল্লেখ করেন, গত ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমার মাঠে দুই পক্ষের মারামারিতে মিজানুর রহমান আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “মিজানুর রহমানের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”
দীর্ঘদিন ধরেই নানা বিষয় নিয়ে তাবলীগ জামাতের মাওলানা জুবায়ের আহমদ ও দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারিরা বিপদে জড়িয়েছে।
এ ধারাবাহিকতায় গত ১৭ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠে মাওলানা সাদের অনুসারীদের পাঁচ দিনের জোড় ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
সংঘর্ষে অন্তত তিনজন নিহতের পাশাপাশি দুই পক্ষের বহু অনুসারী আহত হন।
এ ঘটনায় ওইদিনই দুপুর থেকে ইজতেমায় ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সভা-সমাবেশ-মিছিলের নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।
এর মধ্যেই ৩১ জানুয়ারি থেকে তুরাগ তীরে এবারের বিশ্ব ইজতেমার প্রস্তুতি শুরু হলে ২ জানুয়ারি এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়।
পুরানো খবর
তুরাগ তীর ছেয়ে গেছে সামিয়ানায়, চলছে ইজতেমার জোর প্রস্তুতি
ইজতেমা ময়দান ঘিরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার
ইজতেমা মাঠে নিহত: জোবায়েরপন্থিদের মামলায় আসামি কয়েকশ
টঙ্গীর ইজতেমা মাঠ খালি করার সিদ্ধান্ত
ইজতেমা মাঠে প্রবেশে মানা, মিছিল-জমায়েতে নিষেধাজ্ঞা