খণ্ডিত লাশের তিন কার্টন মিলেছে কেরানীগঞ্জে, ছিন্ন মাথার কার্টন পড়েছিল মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে।
Published : 05 Apr 2025, 10:11 AM
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পলিথিনে মোড়ানো তিনটি কার্টন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মাথাবিহীন খণ্ডিত লাশ ও আরেকটি কার্টন থেকে ছিন্নমাথা উদ্ধার করেছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, শুক্রবার দুপুরে উপজেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন মালঞ্চ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ থেকে তিনটি কার্টনে লাশের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, বিকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পরিত্যক্ত একটি কার্টন থেকে মাথাসহ কিছু খণ্ডাংশ উদ্ধার করে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ।
আলাদা স্থানে পাওয়া মরদেহের খণ্ডাংশগুলো একই ব্যক্তির বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, কেরানীগঞ্জের ওই স্থানে স্থানীয়রা দুপুরের দিকে কুকুরকে কার্টনগুলো নিয়ে টানাটানি করতে দেখে সন্দেহ হলে তারা ওই কার্টনের কাছে গিয়ে ভেতরে লাশের খণ্ডিত অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি কার্টনের ভেতর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মাথাবিহীন খণ্ডাংশগুলো উদ্ধার করে নিয়ে যায়।
ওসি মোহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। গায়ের রং শ্যাম বর্ণের। এই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর লাশ কার্টনে ভরে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, “এছাড়াও আমরা জানতে পেরেছি, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পরিত্যক্ত একটি কার্টন থেকে এক ব্যক্তির (পুরুষের) বিচ্ছিন্ন মাথা ও কিছু খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। কেরানীগঞ্জে উদ্ধার হওয়া খণ্ডাংশগুলো একই ব্যক্তির বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় তদন্ত চলছে জানিয়ে ওসি আরও বলেন, “কেরানীগঞ্জে উদ্ধার হওয়া খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”