ওই ঘটনায় পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলনে একে অন্যকে দায়ী করেছে দুপক্ষ।
Published : 10 Feb 2025, 06:41 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একই দলের প্রতিপক্ষ নেতাকর্মীদের মারধারের অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সকালে দলীয় প্যাডে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানানো হয়।
কমিটির সদস্যরা হলেন, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হাজী মকবুল হোসেন চৌধুরী ও আবু সাঈদ সুইট।
গত শনিবার দুপুরে শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজারে বিএনপির কার্যালয়ে প্রবেশের সময় জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম সারোয়ারকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে দলের একটি পক্ষের বিরুদ্ধে।
ওই সময় জেলা বিএনপির উপদেষ্টা এমএ মুহিতের সমর্থকদের মারধরে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ারসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করা হচ্ছে।
এ ঘটনা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করার পত্রে বলা হয়েছে, “৮ ফেব্রুয়ারি শাহজাদপুর উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারধরের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা বিএনপির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করেছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।”
আরো পড়ুন:
সিরাজগঞ্জে বিএনপি কার্যালয়ে প্রবেশ নিয়ে হাতাহাতি, আহত ১৫