পালটা-পালটি সংবাদ সম্মেলনে একে অপরকে দায়ী করেছে দুই পক্ষ।
Published : 08 Feb 2025, 07:10 PM
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি কার্যালয়ে গিয়ে প্রতিপক্ষ নেতাকর্মীর হামলায় আহত হয়েছেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম সরোয়ারসহ অন্তত ১৫জন।
শনিবার বেলা আড়াইটার দিকে শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজারে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পালটা-পালটি সংবাদ সম্মেলনে একে অপরকে দায়ী করেছে দুই পক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার ২০-৩০জন নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ের সামনে যায়।
এসময় বিএনপি কার্যালয়ে আগে থেকে অবস্থান নেওয়া জেলা বিএনপির উপদেষ্টা এম. এ মুহিতের সমর্থকদের সঙ্গে দলীয় কার্যালয়ে প্রবেশ নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়।
একপর্যায়ে গোলাম সারোয়ারসহ তার কমী-সমর্থকদের ধাওয়া এবং লাঠিপেটা করা হয়। এতে অন্তত ১৫ জন আহত হন।
এ বিষয়ে তাৎক্ষণিক নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা গোলাম সারোয়ার অভিযোগ করেন, “নেতাকর্মী নিয়ে দলীয় অফিসের সময় ড. এম. এ মুহিতের সমর্থক নেতাকর্মীরা আমাকে অফিসে প্রবেশে বাধা দেন। এসময় তর্কবিতর্কের একপর্যায়ে তারা হকিস্টিক, লোহার রড ও পাইপ দিয়ে আমাদের মারধর করা হয়।”
দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন মুহিতের সমর্থক উপজেলা বিএনপির সদস্য সচিব আরিফুজ্জামান আরিফ।
তিনি বলেন, “শাহজাদপুরের রাজনীতির সঙ্গে গোলাম সরোয়ারের কোনো সম্পৃক্ততা নেই। মূলত তিনি কেন্দ্রে রাজনীতি করেন। দীর্ঘদিন যাবত তিনি শাহজাদপুরে অনুপস্থিত ছিলেন।
“উপজেলার নেতাকর্মীদের না জানিয়ে হঠাৎ করেই সুবিধাবাদী কিছু কর্মী নিয়ে তিনি দলীয় অফিসে আসায় তৃণমূলের নেতাকর্মীরা তাকে প্রতিহত করেছে।”
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে আমরা উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
শাহজাদপুর থানার ওসি আলী আসলাম বলেন, “বিষয়টি শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।”