একই পোস্টের মন্তব্যের ঘরে জামিউল ইসলামকে মেনশন করে আজাদ আরিফিন লেখেন, “তোদের সবার মৃত্যুদণ্ড হবে। সময় থাকতে কেটে পর।”
Published : 01 Feb 2025, 08:50 PM
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ তিন শিক্ষার্থীকে ‘অনলাইনে’ হত্যার হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দীন ও যুগ্ম সদস্যসচিব হুমায়ুন কবির (জীম) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী।
এছাড়া জামিউল ইসলাম নামের রুয়েটের আরেক শিক্ষার্থীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি ‘জুলাই আন্দোলনে’ সক্রিয় ছিলেন।
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার বলেন, “এ ঘটনায় রুয়েটের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
শুক্রবার রাতে নগরের মতিহার থানায় রুয়েটের নিরাপত্তা কর্মকর্তা জালাল উদ্দীন বাদী হয়ে থানায় জিডি করেন।
সেখানে বলা হয়, গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগরের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পদ পান।
“কমিটি হওয়ার পর ‘কারেন্ট স্টুডেন্টস অব রুয়েট’ ফেসবুক গ্রুপে ‘আজাদ আরিফিন’ নামের এক ফেসবুক আইডি থেকে হুমকি দিয়ে লেখা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাঈন আর জীম। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ফেরানোর পাঁয়তারা চলছে। রুয়েটে আর কত বছর থাকবি। এদের একাডেমিক ডিটেইল দে সবাই। এদের একাডেমিক বহিষ্কার করা সময়ের দাবি। অবশ্য এদের ৩-৪ বছর এক্সট্রা থাকার প্ল্যান থাকবে নিশ্চিত’।”
একই পোস্টের মন্তব্যের ঘরে জামিউল ইসলামকে মেনশন করে আজাদ আরিফিন লেখেন, “তোদের সবার মৃত্যুদণ্ড হবে। সময় থাকতে কেটে পর।”
নগরের মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, “জিডিটি আদালতে পাঠানো হবে। আদালতের আদেশ অনুযায়ী তদন্ত করা হবে।”
বিষয়টি নিয়ে মাঈন উদ্দীন বলেন, “আজাদ আরিফিন নামের ফেসবুক আইডিটি ভুয়া বলে মনে হচ্ছে। এ ধরনের হুমকি ছাত্রলীগ থেকে দিতে পারে। তবে কমিটি হওয়ার পর এমন হুমকি পাওয়ায় আরও সন্দেহ তৈরি হয়েছে।”
এ ঘটনায় আতঙ্কে আছেন জানিয়ে মাঈন উদ্দীন বলেন, থানায় নিরাপত্তা চেয়ে আবেদন করার পাশাপাশি ওই ফেইসবুক আইডির বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তারা।