জোড় ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন মাওলানা জোবায়ের পন্থিরা। এরপর ২০ থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা সাদপন্থিরা।
Published : 29 Nov 2024, 06:33 PM
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।
শুক্রবার ফজরের পর থেকে শুরু হওয়া এই ইজতেমা শেষ হবে মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে।
বৃহস্পতিবার বিকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিমরা এই ইজতেমায় অংশ নিতে ময়দানে আসতে শুরু করেন। জোড় ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন মাওলানা জোবায়ের পন্থিরা।
এরপর ২০ থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা সাদপন্থিরা।
ইজতেমা ময়দানে অবস্থানরত মুরুব্বিরা জানান, প্রতি বছর ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমা হয়ে থাকে। এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি ও বড়দের রাহবারি নেওয়ার সুযোগ পান। যার জন্য পুরো বছর ধরে তারা অপেক্ষায় থাকেন।
এই জোড়কে কেন্দ্র করে দেশ-বিদেশের শুরায়ি নেজামের মুরুব্বিরা একত্রিত হয়েছেন। বার্ষিক এই একটি আয়োজন কাজের পথকে সঠিক ও মসৃণ রাখতে মূল চালিকাশক্তির কাজ করে। এই জোড় থেকে আগামী এক বছর কাজের ব্যাপারে সঠিক রাহবারি পাওয়া যায়। পুরো বছরের কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজাম (মিডিয়া সমন্বয়ক) হাবিবুল্লাহ রায়হান জানান, আজ থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের ভাই নাঈম শাহ সাহেব, জুমার আগে কারগুজারির আমল হয়। এ সময় কথা বলেন ফারুক সাব (ব্যাঙ্গালোর)।
তিনি জানান, বাদ জুমা বয়ান করেন মাওলানা রবিউল হক সাহেব, বাদ আছর বয়ান করবেন মাওলানা ওমর ফারুক সাহেব, বাদ মাগরিবের পর কারগুজারি আমল হবে।