পটুয়াখালীতে মেয়ের আত্মহত্যার খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গত রোববার দুপুরে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের পুরান বাজার বণিকপট্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
৬৮ বছর বয়সি শ্যামল দেবনাথ ওই এলাকার কাপড় ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, ২৬ বছর বয়সি মেয়ে স্বর্ণা দেবনাথের আত্মহত্যার খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
স্বজনদের বরাত দিয়ে পটুয়াখালী সদর থানার পরিদর্শক (ওসি) মো. জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বর্ণা দেবনাথ নিজ বসতঘরে গলায় ফাঁস দেন।
খবর পেয়ে শ্যামল দেবনাথ দোকান থেকে বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে বাবা-মেয়েকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
তিনি আরও জানান, লাশ দুটির ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি মো. জসিম জানান, শ্যামল দেবনাথের দুই মেয়ের মধ্যে স্বর্ণা ছিল ছোট। অবিবাহিত মেয়েটি স্নাতকোত্তর পাস করেছিলেন। তবে প্রাথমিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]