আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।
Published : 26 Jan 2024, 10:35 PM
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলগেইট এলাকার আজিজ মার্কেটে লাগা এ আগুনে প্রায় কোটি টাকার মালামাল ছাই হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক জানান, মার্কেটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে শহরের মাইজদী, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার থেকে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।
আগুন নেভানোর আগেই সাতটি দোকান পুড়ে গেছে; তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত ছাড়া বলা যাচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ও চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।