এ ছাড়া দুজনকে জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত।
Published : 02 Feb 2024, 08:20 PM
নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ধরা পড়ায় ১৪ চাকরিপ্রার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া দুজনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে পরীক্ষার সময় ওই পরীক্ষার্থীদের আটকের পর বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও জরিমানা করা হয় বলে বিকালে জেলা প্রশাসনের মিডিয়া সেলকে জানান জেলা প্রশাসক গোলাম মওলা।
তিনি জানান, পরীক্ষা চলাকালে মান্দা উপজেলার মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে মিঠুন, সুলতান ও রবিউল ইসলাম নামে তিন চাকরিপ্রত্যাশীর কাছে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। এ অপরাধে মিঠুনকে ১ মাস, সুলতানকে ১ মাস ও রবিউল ইসলামকে ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই উপজেলার শহীদ কামরুজ্জামান টেক্সটাইল কেন্দ্র থেকে আটক নাইমুর রহমান ও মোস্তাফিজুর বিন আমিনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আরও পাঁচজনকে আটক করা হয়। যেখানে জারজিস আলমকে ১০ দিন, ফজলে রাব্বি মন্ডলকে ১ মাস, নুর আলমকে ৭ দিন, জামাল উদ্দিনকে ১০ দিন এবং আব্দুল্ল্যাহ সাইরাফিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া নওগাঁ সদর উপজেলার বশির উদ্দিন মেমোরিয়াল কলেজ (বিএমসি) কেন্দ্রে দুজনকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সদর উপজেলার চক এনায়েত উচ্চ বিদ্যালয় এবং পাহাড়পুর জিএম হাইস্কুল কেন্দ্রে পরীক্ষা দিতে আসা দুজনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মহাদেবপুর উপজেলায় একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, বদলগাছী উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজনকে আটক করে পুলিশে দেওয়ার পর তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।