Published : 29 Apr 2025, 05:35 PM
রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করেন।
দুদকের দল এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের ঘরে গিয়ে তার উপস্থিতিতে বিভিন্ন প্রকল্পের নথিপত্র তল্লাশি করে। এছাড়া দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়।
ইসমাইল হোসেন বলেন, “ঠিকাদারকে বিল পরিশোধের সময় ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। তবে প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। বিষয়টি এখনও তদন্ত করা হচ্ছে এবং অধিকতর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”
তিনি বলেন, “এলজিইডির প্রকল্প বাস্তবায়নেও অনিয়মের প্রাথমিক আলামত পাওয়া গেছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত আটটি প্রকল্পের বিল পরিশোধ করা হয়েছে, কিন্তু নির্ধারিত ঠিকাদারদের পরিবর্তে তৃতীয় বা চতুর্থ পক্ষ এসব কাজ সম্পন্ন করেছে- যা স্পষ্টভাবে নিয়মবহির্ভূত। অভিযুক্ত প্রকল্পগুলোর নথিপত্র তলব করে যাচাইয়ের পর কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে।”
অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, “ঘুষ নেওয়ার অভিযোগ সঠিক নয়। আমি সবসময় নিয়ম মেনেই দায়িত্ব পালন করে আসছি।”