ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ী নিহত হওয়ার পর হত্যাকারীকে পিটিয়ে মারে বিক্ষুব্ধ জনতা।
Published : 06 Apr 2025, 05:29 PM
রাজশাহীর বাগমারা উপজেলার রণশিবাজার এলাকায় মাছ ব্যবসায়ী খুন, পিটুনিতে হত্যাকারী নিহত ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুইটি মামলা হয়েছে।
শনিবার রাতে করা মামলার একটিতে একজন ও অন্যটিতে এক হাজার ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান।
তিনি বলেন, মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক হত্যার ঘটনায় তার ভাই একরাম প্রামাণিক ছুরিকাঘাতকারীকে আসামি করে মামলা করেছেন।
এছাড়া গণপিটুনিতে যুবক নিহত ও পুলিশ আহত হওয়ার ঘটনায় বাগমারা থানার এসআই আব্দুল গনি চৌধুরী বাদী হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় অজ্ঞাতনামা ১২শ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে রণশিবাজার এলাকার আমিনুল ইসলাম নামে এক যুবকের ছুরিকাঘাতে নিহত হন একই এলাকার মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক।
এ ঘটনায় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া দিয়ে আটক করে।
খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে উদ্ধার করে। তবে উত্তেজিত জনতা আমিনুলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মারে। তখন দুই পুলিশ সদস্য আহত হন।
ওসি তৌহিদুল ইসলাম বলেন, “মামলা দুইটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”