ওই নারীর কাছে তানজানিয়ার পাসপোর্ট পাওয়া গেলেও ভারত প্রবেশের কোনো ভিসা বা ট্রাভেল ডকুমেন্টস পাওয়া যায়নি বলে জানায় বিজিবি।
Published : 07 Apr 2025, 01:40 PM
ফেনীর পরশুরাম উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত অনুপ্রবেশের চেষ্টার সময় তানজানিয়ার এক নারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
রোববার রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
গ্রেপ্তার নারীর নাম তিজাইব্রাহিমু আমিনা শাবান (৩২)। তিনি তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ২১৫৯/৩-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিজকালিকাপুর সীমান্ত দিয়ে এক নারী অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় নিজকালিকাপুর বিওপির টহল দল মজুমদার বাড়ির মসজিদের সামনে থেকে তানজানিয়ান ওই নারীকে আটক করে।
পরে তল্লাশি করে তার কাছ থেকে তানজানিয়ার পাসপোর্ট পাওয়া গেলেও বাংলাদেশ থেকে ভারত প্রবেশের কোনো ভিসা বা ট্রাভেল ডকুমেন্টস পাওয়া যায়নি বলে জানায় বিজিবি।
আটক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে লেফটেন্যান্ট কর্নেল মোশারফ বলেন, অজ্ঞাতপরিচয় কয়েকজন বাংলাদেশি নাগরিকের সহায়তায় ওই নারী অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। ওই নারীর বিরুদ্ধে মামলা দিয়ে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, বিজিবির অভিযানে আটক তানজানিয়ার নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ২২ মার্চ পরশুরাম উপজেলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় একজন সোমালিয়ান এবং ১৯ মার্চ একজন নাইজেরিয়ান নাগরিককে আটক করে বিজিবি।
এর আগে একই সীমান্তে সুদানের এক নারী ও জাম্বিয়ান নাগরিকসহ একাধিক বিদেশি নাগরিককে আটক করেছিল বিজিবির টহল দল।
গত এক বছরে নিজকালিকাপুর ও বিলোনিয়া সীমান্ত থেকে নয়জন বিদেশি নাগরিককে আটক করার কথা জানিয়েছে বিজিবি।