নেত্রকোণা মডেল থানার এসআই শাহজাহান বলেন, “সন্ধ্যায় বিএনপি নেতা আরিফা জেসমিন নাহিন বাসার কার্নিশে অস্ত্র থাকার কথা জানান।”
Published : 29 Jan 2025, 11:12 PM
নেত্রকোণা শহরের এক বিএনপি নেতার বাসা থেকে পুলিশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
বুধবার রাত ৯টার দিকে শহরের মোক্তারপাড়ায় বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আরিফা জেসমিন নাহিনের বাসার কার্নিশ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে নেত্রকোণা মডেল থানার এসআই শাহজাহান খান জানান।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- তিনটি রামদা এবং সাইকেলের গিয়ার দিয়ে বানানো তিনটি অস্ত্র।
বিএনপি নেতা আরিফা জেসমিন নাহিন সাংবাদিকদের কাছে দাবি করেন, “দুপুরের দিকে বাসার কেয়ারটেকার কার্নিশে দেশীয় অস্ত্র দেখতে পায়। তখন আমি ময়মনসিংহে ছিলাম। খবর পেয়ে সঙ্গে সঙ্গে নেত্রকোণার বাসায় আসি। পরে পুলিশে খবর দিলে তারা এসে এসব অস্ত্র উদ্ধার করে।
“আমার বাসায় ডাকাতি এবং আমাকে ও বাসার অন্যদের হত্যার উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র রেখে প্রস্তুতি নিচ্ছিল কেউ। এ নিয়ে আমি শঙ্কার মধ্যে পড়েছি।”
এসআই শাহজাহান বলেন, “সন্ধ্যায় বিএনপি নেতা আমাদেরকে তিনতলা বাসার একতলার কার্নিশে অস্ত্র থাকার কথা জানান। পরে আমরা গিয়ে ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করি।”
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান এসআই।