এ বছর এই বোর্ডে শতভাগ অকৃতকার্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই।
Published : 12 May 2024, 04:41 PM
এসএসসি ও সমমান পরীক্ষায় চলতি বছরের পাসের হারে দেশ সেরা হয়েছে যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা।
এ বছর যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী। এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৮৬ দশমিক ১৭ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ হাজার ৬১৭ জন।
রোববার দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ।
ফলাফলের উন্নতিতে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “সম্ভবত আমরাই দেশের মধ্যে প্রথম।”
তিনি বলেন, যশোর শিক্ষা বোর্ড ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকে। এখান থেকে শিক্ষার্থীদের প্রস্তুতি শুরু হয়। এ ছাড়া শিক্ষা বোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে সমন্বয় ভালো ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে।
এ বছর যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬২ হাজার ৭২৬ জন বলে জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।
যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ১০ জেলার মধ্যে এবার সবচেয়ে ভাল ফলাফল করেছে সাতক্ষীরা জেলা। জেলায় পাসের হার ৯৬ দশমিক ১২ শতাংশ।এরপর রয়েছে খুলনা জেলার অবস্থান। এখানে পাসের হার ৯৪ দশমিক ৬০ এবং ৯৪ দশমিক ২২ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে যশোর জেলা।
অন্যান্য জেলার মধ্যে বাগেরহাটে পাসের হার ৯১ দশমিক ২৭, কুষ্টিয়ায় ৯১ দশমিক ৩৫, চুয়াডাঙ্গায় ৯০ দশমিক ৮২, মেহেরপুরে ৮৪ দশমিক ৯৬, নড়াইলে ৯৩ দশমিক ২৪, ঝিনাইদহে ৮৯ দশমিক ৫৯ ও মাগুরায় ৯১ দশমিক ০৯ শতাংশ।
এ ছাড়া যশোর শিক্ষা বোর্ডে এ বছর শতভাগ অকৃতকার্য কোনো প্রতিষ্ঠান নেই। গত বছর এর সংখ্যা ছিল তিনটি।