কোর্ট হাজতখানা থেকে পুলিশ প্রহরায় আদালতে তোলার সময় কৌশলে হাতকড়াসহ পালিয়ে যান রাজু।
Published : 05 Nov 2023, 05:27 PM
হবিগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে ‘হাতকড়া’সহ পালিয়ে যাওয়ার আসামিকে তিনদিন পর গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মাধবপুর থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।
গ্রেপ্তার রাজু মিয়া (২৪) মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বাসিন্দা।
সহকারী পুলিশ সুপার বলেন, খবর পেয়ে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে কোর্ট হাজতখানা থেকে পুলিশ প্রহরায় আদালতে তোলার সময় কৌশলে হাতকড়াসহ পালিয়ে যান রাজু।
এ ঘটনায় কোর্ট পুলিশ বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, গত ৩১ অগাস্ট ভোরে মাধবপুর থানার হরষপুর রেল স্টেশন বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে ২৬৪ বোতল ফেনসিডিলসহ রাজুকে গ্রেপ্তার করে র্যাব-৯।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]