আহত যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Published : 01 Apr 2025, 06:41 PM
নেত্রকোণার আটপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে আরেক যুবকের বিরুদ্ধে।
আহত যুবকের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার শুনই ইউনিয়নের দশভাগিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান।
আহত মোশাররফ হোসেন (৩২) ওই গ্রামের মৃত কাশের ফকিরের ছেলে।
যার বিরুদ্ধে অভিযোগ, সেই শাহ আলম (৩৫) একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শাহ আলম একই গ্রামের স্কুলপড়ুয়া এক মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। মোশাররফ এর প্রতিবাদ করায় তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। ঘটনার ১০ দিন আগেও শাহ আলম প্রকাশ্যে মোশাররফকে হত্যার হুমকি দেন।
স্থানীয়রা বলেন, সোমবার রাত ১০টার দিকে কয়েল কিনতে গ্রামের দোকানে যাওয়ার সময় পথে আগে থেকে ওঁত পেতে থাকা শাহ আলম ছুরি দিয়ে মোশাররফের গলার পেছন দিকে আঘাত করে পালিয়ে যান।
মোশাররফের চিৎকার শোনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।