ইয়াবার পাশাপাশি একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি ছুরি ও ৫ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
Published : 22 Dec 2024, 11:02 AM
নেত্রকোণার পূর্বধলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে; যাদেরকে ‘মাদক কারবারি’ বলছে সেনাবাহিনী।
শনিবার রাতে উপজেলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণায় অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার।
আটকরা হচ্ছেন- পূর্বধলার শ্যামগঞ্জ এলাকার মো. ফারুক আহমেদ (৩৫), একই উপজেলার বাদে পুটিকা গ্রামের মো. আব্দুল আহাদ (১৮) ও মো. রানা খান (৩৩)।
মেজর জিসানুল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নেত্রকোণা আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে একটি টিম শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালায়।
এসময় ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তল্লাশি চালিয়ে তাদের কাছে ২৩৮টি ইয়াবা, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি ছুরি ও ৫ হাজার ৭০০টাকা জব্দ করা হয়।
পরে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়।