সকালে স্থানীয়রা ওই ভবনের খোলা সেপটিক ট্যাংকে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
Published : 11 Oct 2024, 04:17 PM
জামালপুরে শহরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের বিসিক শান্তিনগর বাইপাস মোড় সংলগ্ন পাঁচতলা একটি ভবনের সেপটিক ট্যাংকে স্থানীয়রা লাশটি ভেসে থাকতে দেখে বলে জানিয়েছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন।
নিহত চাঁন মিয়া (৬৫) বাইপাস মোড় এলাকার দোকান মালিক সমিতির নৈশপ্রহরী ছিলেন। তিনি সদর উপজেলার নারিকেলি গহেরপাড়ার মৃত ছাবেদ আলীর ছেলে।
তার সঙ্গে দ্বায়িত্ব পালন করা নৈশপ্রহরী ঠান্ডা মিয়া সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে তারা একসঙ্গে টহল দিচ্ছিলেন। রাত ৪টা দিকে তারা আলাদা হয়ে বিপরীত দিকে টহল শুরু করেন।
কিন্তু চাঁন দীর্ঘসময় ধরে না ফেরায় তাকে খুঁজতে থাকেন। সে সময় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি বলে ঠান্ডার ভাষ্য।
পরে সকালে স্থানীয়রা ওই ভবনের খোলা সেপটিক ট্যাংকে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে সদর থানার পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব বলেন, তিনি কোনোভোবে সেপটিক ট্যাংকে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও সিসিটিভির ভিডিও দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।