কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সে সাদা কাপড়ে লাশ ঢাকার মত করে মাদক পাচার করার সময় পুলিশ সেগুলো জব্দ করে।
সোমবার রাতে জেলার ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির সামনে থেকে অ্যাম্বুলেন্সসহ মাদকগুলো জব্দ করা হয় বলে ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান।
পুলিশের দাবি, মাদকবাহী ওই অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো-চ ১১৩৫৪৫) নাগেশ্বরী থেকে ফুলবাড়ী ব্র্যাক মোড় হয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় ফুলবাড়ী থানা পুলিশের টহলদলের গাড়ির সাইরেন শুনে গতি পরিবর্তন করে। তখন পুলিশ থামার সংকেত দিলে এর চালক অ্যাম্বুলেন্সটি রেখে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে ২৫০ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজাসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, এসব মাদক অ্যাম্বুলেন্সের সিটের উপরে সাদা কাপড় দিয়ে ঢেকে লাশের মত করে রাখা ছিল।
ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, এ ব্যাপারে পলাতক অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রকৃত অপরাধী শনাক্তে তদন্ত চলছে।