একটিমাত্র লঞ্চ চালু থাকায় যাত্রীর চাপ কিছুটা বেশি বলে জানান এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার মো. মাসুদ।
Published : 27 Jul 2024, 01:43 AM
ছয়দিন বন্ধ থাকার পর বরিশাল-ঢাকা ও ঝালকাঠি-চাঁদপুর-ঢাকা নৌপথের লঞ্চ চালু হয়েছে।
শুক্রবার রাত ৯টায় যাত্রী নিয়ে একটি লঞ্চ বরিশাল নৌ-বন্দর ত্যাগ করেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন ।
এছাড়াও ঝালকাঠি থেকেও একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানান তিনি।
রিয়াদ হোসেন বলেন, বরিশালে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চ বরিশাল নৌ-বন্দর থেকে ছেড়ে গেছে। একইভাবে ঝালকাঠি থেকে এমভি সুন্দরবন-১২ লঞ্চটি ছেড়ে গেছে। এ লঞ্চটি চাঁদপুরে ঘাটেও ভিড়বে।
তবে লঞ্চ ছাড়ার সময় ঢাকায় কারফিউ শিথিল না থাকায় সদরঘাট থেকে কোন লঞ্চ না ছাড়ার সিদ্ধান্ত রয়েছে বলে জানান সহকারী পরিচালক রিয়াদ।
এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার মো. মাসুদ বলেন, একটিমাত্র লঞ্চ চালু থাকায় যাত্রীর চাপ কিছুটা বেশি।
যাত্রীদের নিয়ে নিরাপদে যথাসময়ে ঢাকায় পৌঁছাবেন বলে জানান তিনি।
এদিকে, লঞ্চ চালু হওয়ায় খুশি যাত্রীরাও।
অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের যাত্রী রাফিয়ান মাহমুদ বলেন, “ঢাকা যেতে হবে। লঞ্চ চলবে শুনে ছুটে এসেছি। কারণ কারফিউ থাকায় সড়ক পথে কোনো যানবাহন চলবে না। নৌ-পথে ঝুঁকি কম থাকায় নিরাপদে কারফিউ শিথিল সময়ে ঢাকা পৌঁছুতে পারব।”
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর কারফিউর কারণে গত ২০ জুলাই থেকে বরিশাল-ঢাকাসহ দক্ষিণাঞ্চলের সব রুটের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। কারফিউ শিথিল হওয়ায় গত তিনদিন ধরে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হলেও দূরপাল্লার লঞ্চ বন্ধ ছিল।