হাতীবান্ধায় ‘হিমালয়ান’ শকুন উদ্ধারের পর অবমুক্ত

প্রায় ২৫ কেজি ওজনের শকুন আটকের খবরে উৎসুক মানুষের ভিড় পড়ে যায়।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2023, 03:50 PM
Updated : 11 Nov 2023, 03:50 PM

লালমনিরহাটের হাতীবান্ধায় একটি হিমালয়ান শকুন উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পশ্চিম ফকিরপাড়া এলাকায় শকুনটি আটক করেন এলাকাবাসী।

প্রায় ২৫ কেজি ওজনের পাখিটি আটকের খবরে উৎসুক জনতা ভিড় করেন।

পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগের কর্মকর্তার পরামর্শে শকুনটি অবমুক্ত করা হয়।

লালমনিরহাটের হাতীবান্ধা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “ফসলি মাঠ থেকে স্থানীয় কিশোররা শকুনটি উদ্ধার করে আমাদের মোবাইল ফোনে জানায়। শকুনটি অসুস্থ হওয়ায় আকাশে উড়তে পারছিল না।”

স্থানীয় আজিজুল ইসলামসহ আরো অনেকে জানান, বিকালে একটি শকুন হঠাৎ ধানক্ষেতে এসে পড়ে। পরে স্থানীয়রা শকুনটিকে ধরে বেঁধে রাখেন। স্থানীয় বন বিভাগের পরামর্শে শকুনটি অবমুক্ত করা হয়েছে বলে তারা জানান।

স্থানীয়দের ধারণা বিশাল আকৃতির এই হিমালয়ান শকুন পথ ভুলে সীমান্ত মাড়িয়ে ভারত থেকে বাংলাদেশে এসেছে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন, “খবর পেয়ে বন বিভাগের লোকজনকে জানিয়েছি। তারা শকুনটি উদ্ধার করে ছেড়ে দিয়েছেন।”