বিজিবি জানায়, জব্দ সোনার ওজন ২ কেজি ৩৫০ গ্রাম।
Published : 27 Jul 2023, 02:53 PM
চুয়াডাঙ্গার দর্শনা সুলতানপুর সীমান্ত থেকে ২ কোটি টাকার বেশি মূল্যের সোনার বারসহ এক জনকে আটক করা হয়েছে; যাকে চোরাকারবারি বলছে বিজিবি।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই সীমান্তের হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় থেকে তাকে আটক করা হয় বলে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান।
আটক কুসুম পোদ্দার (৪৭) গাজীপুরের টুঙ্গি থানার মনুনগর টুঙ্গিভরান গ্রামের বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল জাহিদুর রহমান বলেন, ভারতে সোনা পাচারের খবরে ওই সীমানার সীমান্ত পিলার ৭৭/২ এস থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের ভেতরে হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় অবস্থান নেন বিজিবির সদস্যরা।
সকাল ৭টার দিকে কুসুম একটি বাস থেকে নেমে ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। এতে সন্দেহ তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের কাছে চোরাই পণ্য থাকার কথা অস্বীকার করেন কুসুম। পরে দেহ তল্লাশি করে তার কোমরে পেঁচানো কাপড়ের বেল্টে লুকানো অবস্থায় ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ছোট-বড় চারটি সোনার বার পাওয়া যায়; যার আনুমানিক দাম ২ কোটি ২ লাখ টাকা।
আটক কুসুমের বিরুদ্ধে বিজিবির নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন।
সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।